হাওড়ার ডোমজুর থানা এলাকার আমতা রোডের বাঁকরা এলাকায় প্রকাশ্যে ছিনতাই হল দশ লক্ষ্য টাকা। একটি মদের দোকানের কর্মচারী সেই টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যাবার সময় সেই টাকা ছিনতাই করে কিছু দুস্কৃতিরা। ওই কর্মচারীর নাম বরুণ প্রামানিক। তার চোখে লংকা গুঁড়ো ছিটিয়ে এবং তাকে মারধর করে সেই টাকা ছিনতাই করে বাইকে চেপে পালায় দুস্কৃতিরা। এই ছিনতাইয়ের ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়ে যায়। সেই সূত্র ধরেই দুষ্কৃতীদের চিহ্নিত করে পুলিশ। এরপর এই ঘটনার সাথে যুক্ত দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করে ছয় লাখ টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত মোটরবাইক। ধৃত দুজনের নাম গুলাম মুস্তাফা ও মহ মুনতাজ। অভিযুক্ত দুজনকে পাশকুড়া থেকে গ্রেফতার করে পুলিশ। তবে আরো একজন অভিযুক্ত এখনো ফেরার। এরপর ধৃতদের মঙ্গলবার হাওড়া আদালতে পেশ করে। এবং পুলিশের তরফ থেকে সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয় আদালতে।তাদের হেফাজতে নিয়ে বাকি চার লাখ টাকা ও আরও এক ছিনতাইবাজকে গ্রেফতার করা যাবে বলে অনুমান ডোমজুর থানার পুলিশের।
হাওড়া : সমীর পাত্র
