সরকারী শিবিরের ফর্ম ফিলাপের নামে টাকা নেওয়ার জন্য ৩ জনকে গ্রেপ্তার করে ভক্তিনগর থানার পুলিশ। শিলিগুড়ির ৫ নং বোরোর অধীনে শিবমঙ্গল স্কুলে সরকারের তরফ থেকে লক্ষিভান্ডার প্রকল্পের জন্য শিবিরের আয়োজন করা হয়। সেখানেই এই লক্ষিভান্ডার প্রকল্পের ফর্ম ফিলাপের জন্য সাধারণ নাগরিকদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছিল। তা দেখে অভিযুক্তদের পুলিশ চিহ্নিত করে। তারা হল বিপ্লব পাল,মহেশ্বর বর্মণ এবং মিন্টু কুমার সিং। তাদের কে গেপ্তার করে পুলিশ। এরপর ধৃতদের কে জলপাইগুড়ি আদালতে হাজির করে পুলিশ।