মেমারী ডাকাতি কান্ডে এবার মুল পান্ডাকে গ্রেফতার করলো মেমারী থানার পুলিশ। এই ঘটনায় বুধবারই পাঁচ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ওই ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতে নিয়ে তাদের জেরা করে এই ঘটনার মুল পরিকল্পনাকারি ও এক সিভিক ভলান্টিয়ার সহ মোট চার জনকে গ্রেফতার করে পুলিশ।
ধৃত ঐ চার অভিযুক্তের নাম বিপুল শিকারী, আকাশ রায় ও অসীম মন্ডল। এদের সকলেরই মেমারীর পারিজাতনগর এলাকায় বাড়ি। এছাড়া এই ঘটনার সাথে জড়িত আই.বি. বিভাগের সিভিক ভলান্টিয়ার চন্দন ব্যানার্জি। তার বাড়ি মেমারীর রসুলপুরে। পুলিশ সূত্রে খবর,চন্দন ব্যানার্জি ও বিপুল শিকারী এই ব্যাঙ্ক ডাকাতির মুল পরিকল্পনাকারী। বুধবার রাতেই অভিযুক্ত ঐ সিভিক ভলান্টিয়ার কে বর্ধমান থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর ধৃতদের আজ বর্ধমান আদালতে তোলা হয়।
এস.ডি.পি.ও সদর দক্ষিণ আমিনুল ইসলাম খান এই ঘটনার সম্পূর্ণ বিবরণ দেন।