উত্তর দিনাজপুর জেলায় আনুমানিক ২.৫ লক্ষ টাকা মূল্যের ২৬০ গ্রাম ব্রাউন সুগার সহ ৩ যুবককে গ্রেপ্তার করলো ডালখোলা থানার পুলিশ। গোপনসুত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ডালখোলা থানার ওসি মনোজিৎ দাসের নেতৃত্বে পুলিশের একটি দল রাজ দরবার হোটেলের কাছে দুটি মোটর সাইকেল সমেত ৩ যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। জিজ্ঞাসাবাদের সময় তারা অসংলগ্ন কথাবার্তা বললে পুলিশ তল্লাশি চালিয়ে ৩ টি প্লাস্টিকের প্যাকেটে মোট ২৬০ গ্রাম ব্রাউন সুগার পায়। তার সঙ্গে নগদ ৩৩ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। এর পরই ওই যুবকদের মাদক মামলায় গ্রেপ্তার করে ডালখোলা থানার পুলিশ। ধৃতদের নাম (১) রাকিবুল,(২) আনারুল হক,(৩) আকমল হোসেন। এদের সকলের বাড়ি ডালখোলা পুরসভা এলাকায়। এই ঘটনার সাথে আরো কেও যুক্ত আছে কিনা তার তদন্ত করছে পুলিশ।

উত্তর দিনাজপুর :

বিক্রমাদিত্য বিশ্বাস