সারা রাজ্য জুড়ে পুলিশ দিবস পালন করা হচ্ছে , বিভিন্ন জেলায় জেলায় ,বিভিন্ন থানায়। সেরকম একচিত্র দেখাগেলো বীরভূমের রামপুরহাট মহকুমার, মাড়গ্রাম থানার পক্ষ থেকে, এদিন সকালবেলায় মাড়গ্রাম থানার সংলগ্ন হাতিবাঁধা মোড়ে ট্যাবলো করে,পথচলতি মানুষদের মুখে মাক্স পরিয়ে দেন এবং মিষ্টিমুখ করান মাড়গ্রাম থানার পুলিশ আধিকারিকরা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাড়গ্রাম থানার ওসি প্রদীপ ঘোষ ,এসআই পার্থসারথী ঘোষ , এসআই আব্দুল হানিফ, ছাড়াও অন্যান্য পুলিশ আধিকারিক বৃন্দ