বড়োসড়ো ডাকাতির ছক বানচাল করল নারায়ণপুর থানার পুলিশ। গভীর রাতে নিউ টাউন জোগাড়ডাঙ্গা মোড়ের কাছে বেশ কিছু দুষ্কৃতী জড়ো হয়। সেই খবর পেয়ে নারায়ণপুর থানার পুলিশ সেখানে হানা দেয়। পুলিশকে দেখে পালাতে গেলে 4 জন দুষ্কৃতিকে ধরে ফেলে পুলিশ। বাকিরা পালিয়ে যায়। ওই ধৃত চারজনের নাম-রাজেশ আলী (32) MD শাকিল (52) শেখ আকবর আলী (36) আব্দুল জব্বর (35)।
তাদের কাছ থেকে ভোজালি,লোহার রড, সাবল,হেসো,হাতুড়ি উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে যে, এই দুষ্কৃতীরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। এরপর ধৃত 4 জনকে বারাকপুর আদালতে তোলে পুলিশ।

রাজারহাট : সাকিল মোস্তাক