বুধবার ছিলো পুলিশ দিবস,এই বিশেষ দিনটি উপলক্ষে জেলা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সপ্তাহব্যাপী পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন করা শুরু হলো। বুধবার সন্ধ্যা থেকে তমলুক থানার সোনাপেত্যা গ্রামে ৪১ নম্বর জাতীয় সড়কে জেলা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সপ্তাহব্যপি আনুষ্ঠানিক ভাবে সূচনা করা হলো পথ নিরাপত্তা সপ্তাহ। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ডিএসপি শাকিব আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন টি. আই তমলুক অতনু কাঞ্জিলাল, ট্রাফিক এ এস আই কল্যান কুন্ডু,ট্রাফিক ও সি তমলুক হারাধন সিং সহ এলাকার সিভিক ভলেন্টিয়াররা।এদিন পথচলতি বাইক আরোহী সহ সাইকেল আরোহীদের পথ নিরাপত্তা বিষয়ক সচেতন করা হয়। এছাড়া সেভ ড্রাইভ সেফ লাইফ বিষয়ক সচেতনতামূলক স্টিকার,ও সাইকেল আরোহীদের দূর্ঘটনা এড়াতে সাইকেলে লাগানো হয় রেডিয়াম স্টিকার।এদিন ট্রাফিক ডি এস পি সাকিব আহমেদ জানান,পূর্ব মেদিনীপুর জেলা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সপ্তাহ ব্যপি যেমন সচেতনতামূলক কর্মসূচী যেমন থাকবে তেমনি বৃহস্পতিবার সোনাপেত্যা টোলপ্লাজা এলাকায় একাধিক কর্মসূচী গ্রহন করা হবে। ড্রাইভারদের শারিরীক পরিক্ষা,মাস্কবিলি সহ একাধিক কর্মসূচী গ্রহন করা হয়।ট্রাফিক পুলিশের এই উদ্যোগে খুশি পথচলতি বাইক চালক সহ বাইক আরোহীরা।

মেদিনীপুর : সৌমাল্য ব্যানার্জী