দ্বিতীয়তম পুলিশ দিবস পালন করা হয়ে গেল দাস নগর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী গত বছরে ১লা সেপ্টেম্বর পুলিশ দিবস পালন করার জন্য ঘোষণা করেন। কিন্তু দুর্ভাগ্যবশত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় 31 আগস্ট পরলোকগমন করেন। রাষ্ট্রপতি প্রয়াণে ভারতবর্ষে রাষ্ট্রীয় শোক পালন করার জন্য মুখ্যমন্ত্রীর ঘোষিত পুলিশ দিবস আড়ম্বরের সহিত পালন করা যায়নি পশ্চিমবঙ্গে। তাই চলতি বছরের ১ লা সেপ্টেম্বর দাসনগর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পুলিশ দিবস পালন করা হয়। এই অনুষ্ঠানটি চ্যাটার্জি পাড়া রাস্তার ধারে মঞ্চস্থ করে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন DC ট্রাফিক অর্ণব বিশ্বাস,দাস নগর থানার ভারপ্রাপ্ত অফিসার অরূপ রায় চৌধুরী , ব্যাঁটরা থানার ভারপ্রাপ্ত অফিসার দেবব্রত মুখার্জি সহ একাধিক পুলিশকর্তারা। এই দিন D.C ট্রাফিক অর্ণব বিশ্বাস মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। কারণ সরকারের অনেক বিভাগ থাকা সত্বেও পুলিশকে একটা বিশেষ মর্যাদা দেওয়ার জন্য। এর পাশাপাশি তিনি এও বলেন,রাস্তায় ওভারলোডিং সমস্যা পুলিশের তৎপরতায় কমেছে এবং ট্রাফিক সচেতনতায় আগের থেকে দুর্ঘটনার সংখ্যাও কমেছে। আর এই দুর্ঘটনাকে একেবারে শূন্যেতে নিয়ে যাওয়াই লক্ষ্য। অনুষ্ঠানের মধ্য দিয়ে যেসব পুলিশকর্মীরা ভালো কাজ করেছেন তাদের হাতে সম্মান তুলে দেওয়া হয়,এবং এক সপ্তাহ সেফটি উইক পালনের কোথাও পুলিশের তরফ থেকে জানানো হয়। এইদিন মানুষকে আরো সচেতনতা করার জন্য একটি পদযাত্রাও আয়োজন করা হয় পুলিশের পক্ষ থেকে।