এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুর এলাকায়। জানাজায় গতকাল রাত্রিরে শান্তিপুর গোবিন্দপুর বড় রাস্তার ধারে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে এলাকার বাসিন্দারা। এরপর ফোন করে শান্তিপুর থানায়, ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। এরপর ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায় মেডিকেলের জন্য। সেখানেই চিকিৎসকেরা অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। সোমবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। যদিও পুলিশের প্রাথমিক অনুমান কোন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হতে পারে। মৃতদেহের পরিচয় জানতে খোঁজ চালাচ্ছে শান্তিপুর থানার পুলিশ।