দিন দিন বাড়ছে অনলাইন প্রতারণা,
আর এই প্রতারণা আটকাতে সাধারণ মানুষের জন্য আয়োজিত হলো সচেতনতা শিবির, বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে। বাড়ছে অনলাইন প্রতারণা । বিগত এক বছরে ভুরিভুরি অভিযোগ জমা পড়েছে শুধুমাত্র অনলাইন প্রতারণার শিকার হওয়া মানুষের । তাই অনলাইন প্রতারণা শিকার যাতে সাধারণ মানুষ আর না হয় তাই একটি সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করল বারাসাত জেলা পুলিশ। সোমবার উত্তর ২৪ পরগনার বারাসাত পুলিশ জেলার গোবরডাঙা থানার অধীন গোবরডাঙা টাউনহলে সাইবার ক্রাইম,ব্যাংক ফ্রড ও অনলাইন প্রতারণা সংক্রান্ত বিষয়ে আলোচনার সভা অনুষ্ঠিত হয়। হাজির ছিলেন বারাসাত পুলিশ জেলার সাইবারক্রাইম বিভাগের আধিকারিক সহ হাবড়ার এসডিপিও রোহেত শেখ,গোবরডাঙা থানার ওসি কাজল ব্যানার্জি সহ গোবরডাঙার পুর প্রশাসক। এ দিনের কর্মসূচি সম্পর্কে আগেভাগেই অনলাইনের মাধ্যমে প্রচারের পাশাপাশি এলাকায় মাইকিং করেও প্রোগ্রামের বিষয় আগাম জানিয়ে দেওয়া হয় এলাকায়। যার ফলে এদিনের অনুষ্ঠানে প্রায় শতাধিক শ্রোতা হাজির ছিল। অনুষ্ঠানে শ্রোতা হিসেবে ছিলেন স্কুল- কলেজের পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন পেশায় যুক্ত সাধারণ মানুষ। পাশাপাশি বয়স্ক বৃদ্ধরাও ছিলেন। এদিন পুলিশ আধিকারিকরা প্রজেক্টরের মাধ্যমে ভিডিও -অডিও ও লেখার মাধ্যমে অনলাইন প্রতারণার মধ্যে যেমন- অনলাইন শপিং,লাটারী সংক্রান্ত প্রতারণা,মোবাইল টাওয়ার সংক্রান্ত প্রতারণা এবং ব্যাংক সংক্রান্ত প্রতারণা সম্পর্কে অবগত করেন। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ছাত্র- ছাত্রী থেকে শুরু করে বৃদ্ধ-বৃদ্ধারা।

গোবরডাঙ্গা : শান্তনু বিশ্বাস