গত মাসের ৮ তারিখে অ্যাপ ক্যাপ বুক করে চালককে মারধর করে চালকের কাছথেকে টাকা-পয়সা, মোবাইল সহ অ্যাপ ক্যাপ গাড়ি ছিনতাইয়ের ঘটনায়
৬ জনকে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ। ধৃতরা হলেন – রাজু মজুমদার, শিভম শর্মা, বিশু কর্মকার, মহম্মদ সরফরাজ, তাপস মন্ডল ও পরীক্ষিত রায়।তাদের বারাসত আদালতে তুলে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বিচারক। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গতকাল রাতে বিশু কর্মকারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র এবং তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।
ধৃত বিশু কর্মকারের বিরুদ্ধে উত্তর ২৪ পরগনা এবং নদীয়া জেলায় একাধিক থানায় অভিযোগ আছে বলে সূত্র মারফৎ খবর।

রাজারহাট; সাকিল মুস্তাক