বাড়ির,লোন সহ বিভিন্ন লোন করে দেওয়ার নাম করে ব্যাংকের আধিকারিক পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে শনিবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ঝাড়্গ্রাম থানার পুলিশ। ওই ব্যক্তির নাম স্বপন কুমার রায়, তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর এলাকায়। তার বিরুদ্ধে অভিযোগ বাড়ি করার নামে লোন করে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা অনেকের কাছ থেকে নিয়েছে। কিন্তু কারও লোন হয়নি, বাড়িও হয়নি ,। তাই এও ব্যক্তি ওই ব্যক্তির বিরুদ্ধে ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করে। ঝাড়্গ্রাম থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ওই ব্যক্তি নিজেকে ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিক বলে পরিচয় দিয়ে বাড়ি কারার নামে লোন করে দেওয়ার এবং চাকরি করে দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ ।ঝাড়্গ্রাম থানার পুলিশ অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং তাকে শনিবার ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। উল্লেখ করা যায় যে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন ব্যাংকের যারা লোন সংক্রান্ত কাজ করতেন তাদের সঙ্গে যোগাযোগ করে এই প্রতারণা চক্রের ফাঁদ পেতেছিল বলে অভিযোগ। তবে ঝাড়্গ্রাম থানার পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ গুলি খতিয়ে দেখবে বলে জানায়। ওই ব্যক্তি আদৌ কোন ব্যাংকের আধিকারিক কিনা তাও খতিয়ে দেখার কাজ শুরু করেছে ঝাড়্গ্রাম থানার পুলিশ। সেই সঙ্গে ওই ব্যক্তির সঙ্গে আর কারা জড়িত আছে তাও জানার চেষ্টা করছে পুলিশ।
ঝাড়গ্রাম: সুমন পন্ডিত
