ফেসবুকে আলাপ, সেখান থেকে আর্থিক বিষয়ে আলোচনা,এবং সোনা বিনিয়োগ করার আহ্বান। শেষমেশ অ্যাকাউন্ট থেকে উধাও ৪২ লক্ষ টাকা। এমনটাই ঘটে কলকাতার এক চিকিৎসকের সঙ্গে,যিনি জনৈক ফেসবুক বান্ধবীর পরামর্শে ‘গোল্ড বার ‘ কিনতে রাজী হন। পরে মত বদলে বিনিয়োগ করা টাকা ফেরত চাইলে শুধু যে সেই বান্ধবী উধাও হয়ে যান তাই নয়,ওই চিকিৎসকের অ্যাকাউন্ট থেকে ‘রেজর পে’ অ্যাপের মাধ্যমে বের করে নেওয়া হয় ৪২ লক্ষ টাকাও। যে অ্যাকাউন্টে সেই টাকা জমা পড়ে। তার সন্ধানে তদন্তকারী দল পৌঁছে যায় মুম্বই। সেখান থেকেই স্থানীয় পুলিশের সহায়তায় গতকাল থানে থেকে গ্রেফতার হয় আসিফ আলি আহমেদ শেখ। অপর অভিযুক্ত দিলীপ হিরানন্দ সজনানি বাড়িতে হানা দেয় তদন্তকারী দল। উদ্ধার করা হয়েছে নগদ ৬১.৮ লক্ষ টাকা,তিন কিলো সোনা,বেশ কিছু জরুরি দলিল,এবং আরও কিছু মূল্যবান জিনিসপত্র। তদন্তকারী দলে ছিলেন ইন্সপেক্টর শুক্লা সিনহা রায়,সাব-ইন্সপেক্টর ইন্দ্রনীল ঘোষ,এএসআই মনোজিত দাস, কন্সটেবল সৌমেন পাত্র এবং কন্সটেবল দেবাশিস সরকার।

বিধাননগর : শাকিল মোস্তাক