গত 22 শে জুলাই কনুয়াগছ পার্শস্থ রেললাইনে 4 কিশোরের ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা ঘটে। এরপর সেখানে পুলিশ এবং রেলওয়ে পুলিশের কর্মকর্তারা পৌঁছানোর আগেই গ্রামবাসীরা তাদের মৃতদেহ উদ্ধার করে সৎকার করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে ICNGP RPF এবং GRP এর আধিকারিকরা গ্রামবাসীদের মধ্যে সচেতনতা বাড়াতে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করে। যার উদ্দেশ্য NGP থেকে ধুমডাঙী স্টেশন পর্যন্ত মোট ১০৬ কিলোমিটার রাস্তার মধ্যে যদি কোন দূর্ঘটনা ঘটে সে ক্ষেত্রে পুলিশ প্রশাসন অথবা রেলওয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আইনগত ভাবে তার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগামীতে আমাদের সজাগ থাকতে হবে, যেন এই ধরনের দুর্ঘটনা না ঘটে,সেদিকে নজর রাখতে হবে।

রায়গঞ্জ:বিক্রমাদিত্য বিশ্বাস