ফের সাইবার প্রতারণায় শিরোনামে সেক্টর ফাইভ। দুটি ভুয়ো কল সেন্টারে হানা বিধাননগর সাইবার ক্রাইম পুলিশের। পুলিশ সূত্রে খবর, বিদেশি নাগরিকদের টেক সাপোর্ট দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণা চক্র জাল বিছিয়েছে সল্টলেকের সেক্টর ফাইভে। আবারও এই ধরনের প্রতারণা চক্রের হদিশ পেল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। বিধাননগর সাইবার ক্রাইমের পক্ষ থেকে গতকাল হানা দেওয়া হয় সল্টলেক সেক্টর ফাইভের ডি এন ব্লকে। সেখানে দুটি ভুয়ো কল সেন্টার খুলে অনেক দিন ধরেই বিদেশি নাগরিকদের প্রতারণা করছিল একটি চক্র বলে সূত্র মারফত খবর। এরপরই গতকাল দুটি কল সেন্টারে হানা দেয় বিধাননগর পুলিশের বিশাল পুলিশ বাহিনী। সেখান থেকেই ৮জনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। এদের কাছে থেকে বেশকিছু মোবাইল, হার্ড ডিস্ক, ল্যান্ড ফোন এবং ডকুমেন্টস উদ্ধার করেছে পুলিশ। আজ অভিযুক্তদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। এই চক্রের মূল পান্ডার খোঁজে তল্লাশি চালাচ্ছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

নিউটাউন:শাকিল মোস্তাক