বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা এই দুর্গাপূজা কে কেন্দ্র করে পাঁচটা দিন বাঙালি উৎসবে মেতে থাকেন। কিন্তু উৎসবকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন বিভিন্ন রকম ভাবে কাজ করে চলেছে। গত বছরের মতো এই বছরেও একই বিধিনিষেধ থাকছে। এবং এই বছরে কিভাবে কোভিদ বিধি মেনে তারা পূজা করবেন এই বিষয়ের উপর আলোচনা হয়। গত বছরে যেসব পূজা কমিটি গুলি সরকারি নিয়ম অক্ষরে অক্ষরে পালন করেছেন সেই সব পূজা কমিটি গুলির হাতে সাঁকরাইল থানা সমন্বয় কমিটি সম্বর্ধনা তুলে দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা সাঁকরাইল প্রিয়া পাল, অরূপেশ ভট্টাচার্য, জয়ন্ত ভট্টাচার্য , , এ সি পি সাউথ (3)কামরুল জামাল সাঁকরাইল থানার আই সি মধুসূদন মুখোপাধ্যায় , মানিকপুর ওসি শৌহিক মজুমদার, নাজিরগঞ্জ থানার ওসি টিম্পু দাস ।
হাওড়া:দেবাশীষ গুচ্ছাইত
