গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জাতীয় সড়ক থেকে একটি মাছের গাড়ি কলকাতা থেকে কৃষ্ণনগরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল,তাতে প্রচুর পরিমাণে গাজা ছিলো বলে জানা গেছে।সেইমতো বারাসাত ১১ নম্বর রেলগেট সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে বারাসাতের SDPO, বারাসাত থানার IC ও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালায় বারাসাত থানার পুলিশ। অভিযান চালিয়ে মাছের গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালালে উদ্ধার হয় প্রায় 80কেজি গাঁজা। চালক সহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।মাছের গাড়ি ও গাঁজা বাজেয়াপ্ত করে বারাসাত থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে,এত পরিমাণ গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিলো এবং এই পাচার চক্রের সঙ্গে কারা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ। তিনজনের নাম শিমুল সরদার (35) আব্দুল আলীম সরদার(23) আতিকুর রহমান (33)। এদেরকে আজ বারাসত আদালতে তোলে পুলিশ।

বারাসাত:প্রদীপ দাস