সিউড়িতে ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে বিশ্বকর্মা পূজা উপলক্ষে সিউড়ি সদর হাসপাতালের ১২০ জন প্রসূতিকে ফল, মিষ্টি, ড্রাই ফুড, জুস, জল, মাস্ক, স্যানিটাইজার দেওয়া হয়।প্রত্যেক বছরই সিউড়ি ফায়ার ব্রিগেডেরর অফিসে ধুমধামের সঙ্গে পালন করা হয় বিশ্বকর্মা পুজো।কিন্তু করোনার কথা মাথায় রেখেই সবকিছুতেই বাদ সেধেছে,তাই এবার মানুষের প্রসাদ খাওয়ানোর ভিড় এড়াতেই একটু অন্যরকমভাবে বিশ্বকর্মা পুজো পালন করলো সিউড়ি ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে।সেখানে উপস্থিত ছিলেন ফায়ার ব্রিগেডের ওসি সুভাষ কুমার নন্দী সহ অন্যান্য অফিসার ও ফায়ার কর্মীরা।

সিউড়ি:দিব্যেন্দু গোস্বামি