গতকাল বাগুইহাটি থানার উদ্যোগে বাগুইআটি থানার সমস্ত পুজো কমিটিকে নিয়ে আলোচনা সভার আয়োজন করেছিল রয়েল গার্ডেন অনুষ্ঠান বাড়িতে। সেখানে উপস্থিত ছিলেন বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষ, এসিপি সুরজিৎ দে, ট্রাফিক ইনস্পেক্টর এস সি ওঝা ও অন্যান্য পুলিশ আধিকারিকরা এছাড়াও ছিলেন রাজারহাট গোপালপুর এর বিধায়ক অদিতি মুন্সি, বিধাননগর পৌরনিগমের প্রশাসকমন্ডলীর সদস্য দেবরাজ চক্রবর্তী ও বিভিন্ন ওয়ার্ডের কোঅর্ডিনেটররা,p.w.dআধিকারিকরা। আলোচনা সভার মূল বিষয় ছিল অতি মারি পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার কিছু নিয়ম কানুন আরোপ করেছে, সেই ব্যাপারে পুজো কমিটিগুলোর সঙ্গে আলোচনা করো।। যেমন খোলা প্যান্ডেল করতে হবে, প্যান্ডেলের ভেতরে ভিড় করা যাবে না দূরত্ব বিধি মেনে চলতে হবে পুজো মণ্ডপের ভেতরে স্যানিটাইজার এর ব্যাবস্থা করতে হবে।
বাগুইহাটি :রনক রায়
