পুজো নিয়ে মিটিং করল কাশীপুর থানা। মিটিং এ উপস্থিত ছিলেন বিডিও কার্তিক চন্দ্র রায়,ওসি প্রদীপ পাল এবং অন্যরা।মিটিং এ কাশিপুর এলাকার ৪৫ টি পুজো কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এই মিটিং-এ করোনা বিধি মেনে পুজো করার পরামর্শ দিলেন আধিকারিকরা।
পুলিশ আধিকারিক এবং বিডিও তারা নির্দেশ দিয়েছেন পুজো কমিটিকে তাদের পুজো মণ্ডপের বাইরে মাক্স স্যানিটাইজার অবশ্যই রাখতে হবে,মন্ডপের বাইরে থার্মাল স্ক্রীনিং করতে হবে এবং পুজো মণ্ডপে ঢোকার রাস্তায় মার্ক করে দিতে হবে দূরত্ব বজায় রেখে।

বিধাননগর : শাকিল মোস্তাক