ডাকাতির উদ্দেশ্য জরো হওয়া ৫ দুষ্কৃতীতে গ্রেফতার করল গোবরডাঙা থানার পুলিশ। বুধবার গভীর রাতে গোবরডাঙ্গা ডাম্পিং গ্রাউন্ড এলাকা থেকে তাদের ধরা হয় ।ধৃতরা হল আলমগীর মন্ডল,শামীম গাজি,সাহিন গাজি,ভোলা তালুকদার ও হরি দাস প্রত্যেকের বাড়ি বাদুড়িয়া ও গোবরডাঙা থানা এলাকায় ।পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে 10 -12 জন দুষ্কৃতী গোবরডাঙা ডাম্পিং গ্রাউন্ডের কাছে জড়ো হয়েছে। সে মতেই পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে ধরে ফেলে। তাদের কাছ থেকে উদ্ধার হয় ভোজালি ও বিভিন্ন সাইজের রড। বৃহস্পতিবার ধৃতদের তোলা হয় বারাসত জেলা আদালতে।

গোবরডাঙ্গা থেকে শান্তনু বিশ্বাস