বড়োসড়ো সফলতা পেল শিলিগুড়ি বাগডোগরা এক্সাইস ডিপার্টমেন্টের টিম। গোপন সূত্রের খবরের ভিত্তিতে ঘোষপুকুর বাইপাস থেকে একটি রাজস্থান নাম্বারের এবং একটি ঝারখান্ড নাম্বারের গাড়ি আটক করে পুলিশ। দুটি গাড়ি থেকেই অরুণাচলের থেকে আসা অবৈধ মদ উদ্ধার হয়। ওই গাড়ি থেকে প্রায় 60 থেকে 70 লাখ টাকার অবৈধ মদ পাওয়া গেছে বলে জানিয়েছেন ওসি এক্সাইস বাগডোগরা সার্কেল শুভাশিস হালদার। পুলিশ আরো জানায় রাজস্থান নাম্বারের পাঞ্জাব গাড়িটিতে প্লাইউড দিয়ে ঢাকা ছিল এই অবৈধ মদ গুলি। গাড়িতে আলাদা চেম্বার করে এই সমস্ত অবৈধ মদ পাচার করা হচ্ছিলো। এই ঘটনায় যে তিন জনকে আটক করা হয়েছে তাদের নাম যথাক্রমে ১.সতীশ নন্দন ২.অমিত ৩.শাহা উদ্দিন এরা সকলেই হরিয়ানার বাসিন্দা।
বড়োসড়ো সফলতা পেল শিলিগুড়ি বাগডোগরা এক্সাইস ডিপার্টমেন্টের টিম। গোপন সূত্রের খবরের ভিত্তিতে ঘোষপুকুর বাইপাস থেকে একটি রাজস্থান নাম্বারের এবং একটি ঝারখান্ড নাম্বারের গাড়ি আটক করে পুলিশ। দুটি গাড়ি থেকেই অরুণাচলের থেকে আসা অবৈধ মদ উদ্ধার হয়। ওই গাড়ি থেকে প্রায় 60 থেকে 70 লাখ টাকার অবৈধ মদ পাওয়া গেছে বলে জানিয়েছেন ওসি এক্সাইস বাগডোগরা সার্কেল শুভাশিস হালদার। পুলিশ আরো জানায় রাজস্থান নাম্বারের পাঞ্জাব গাড়িটিতে প্লাইউড দিয়ে ঢাকা ছিল এই অবৈধ মদ গুলি। গাড়িতে আলাদা চেম্বার করে এই সমস্ত অবৈধ মদ পাচার করা হচ্ছিলো। এই ঘটনায় যে তিন জনকে আটক করা হয়েছে তাদের নাম যথাক্রমে ১.সতীশ নন্দন ২.অমিত ৩.শাহা উদ্দিন এরা সকলেই হরিয়ানার বাসিন্দা।
