একের পর এক বেআইনি কাজের পর্দা ফাস কড়ছে পুলিশ।সেরকমই দেখা গেল হাওড়ায়। বেআইনি গহনা পাচার রূখে দিলো হাওড়ার আর পি এফ কর্মীরা। হাওড়া স্টেশনের পুরানো কমপ্লেক্সের ৯নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি ৮নাগাদ এক যুবককে প্রায় ১১লক্ষ টাকার বেআইনি গহনা সমেত আটক করলেন কর্তব্যরত আর পি এফ কর্মীরা। এদিন হাওড়া স্টেশন প্ল্যাটফর্ম থেকে ০২৩৫১আপ রাজেন্দ্রনগর এক্সপ্রেস ট্রেন ধরতে হাওড়া এলে তাকে দেখে আর পি এফ কর্মীদের সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে পালাতে চেষ্টা করে। পুলিশ তাকে আটক করে তার ব্যাগ তল্লাশি করলে প্রায় ১৮কিলোগ্রাম রূপার গহনা উদ্ধার হয় যার আনুমানিক মূল্য প্রায় ১১লক্ষ টাকা। তাকে আটকে রেখে জি এস টি আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হাওড়া :দেবাশীষ গুচ্ছাইত