হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে সমন্বয় সভার আয়োজন
হাওড়া : সমীর পাত্র
মা আসছেন পতি পরমেশ্বরের ঘর থেকে পিতার ঘরে। তাই ব্যস্ততা তুঙ্গে।
আর মাত্র হাতে গোনা কয়েক দিন। তড়িঘড়ি করে কোমর বেঁধে নেমে পরেছেন পূজা উদ্যোক্তা থেকে শুরু করে পুলিশ প্রশাসন। হাওড়া সিটি পুলিশ হাওড়া শরৎ সদনে সমস্ত পুজো উদ্যোক্তা সহ আরো অন্যান্য জরুরী বিভাগের কর্তাদের নিয়ে আলোচনা সভা আহ্বান জানান। এরই পাশাপাশি পূজা পরিক্রমার পথনির্দেশিকার মানচিত্রের আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করা হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাপ্তি দত্ত, মন্ত্রী অরূপ রায় ,বিধায়ক গৌতম চৌধুরী, সৌমেন ব্যানার্জি, ডেপুটি জেনারেল ম্যানেজার অরিজিত মিত্রা , বেলুড় মঠের স্বামীজী স্বামী গুনালয়ানন্দ মহারাজ এবং আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
