ভাঙড়ে প্রচুর আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ৪ দুষ্কৃতী

ভাঙ্গড় : শাকিল মোস্তাক

পুজোর আগে ভাঙড়ে প্রচুর আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার চার দুষ্কৃতী। ভাঙড়ের বড়ালী এলাকার ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ বড়ালী গ্রামের বাসিন্দা ইয়াসিন আখঞ্জির বাড়িতে হানা দেয়। সেখানে তল্লাশি চালিয়ে পুলিশ মোট 60 রাউন্ড কার্তুজ এবং দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে ইয়াসিন আখঞ্জি সহ মোট চারজনকে গ্রেফতার করে ভাঙড় থানার পুলিশ। শুক্রবার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলে পুলিশ। এছাড়া তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। কারণ তাদের কে জেরা করলে আরো আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হতে পারে বলে মনে করছে পুলিশ প্রশাসন ।