বড়সড় চুরির ঘটনার কিনারা করল নারায়ণপুর থানার পুলিশ
নারায়ণপুর : সাকিল মুস্তাক
নারায়ণপুর থানার কাদিহাটি এলাকার বাসিন্দা রেখা হালদার নারায়ণপুর থানায় অভিযোগ করেন যে,গত ১৫ তারিখ দশমীর দিন সকালবেলা মিষ্টি কেনার জন্য সকাল ১১ টা নাগাদ নারায়ণপুর বাজারে আসেন তিনি। বাড়ি ফিরে তিনি দেখেন বাড়ির দরজা খোলা, আলমারি ভাঙ্গা,খাটের ওপর সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড হয়ে রয়েছে। এবং আলমারি ভেঙে লক্ষাধিক টাকার সোনার গহনা,নগদ ১৫ হাজার টাকা সহ মূল্যবান জিনিস পত্র চুরি গিয়েছে তার। এরপরই রেখা হালদারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে নারায়ণপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর,তদন্তে নেমে রবিবার রাতে মুর্শিদাবাদের বেলডাঙা থেকে মিনারুল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে নারায়ণপুর থানার পুলিশ। পরবর্তীতে ধৃতকে আজ ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে তোলে নারায়ণপুর থানার পুলিশ।
