হাবড়া পুলিশি তৎপরতায় উদ্ধার ৭০ কেজি নিষিদ্ধ শব্দবাজি

হাবড়া : শান্তনু বিশ্বাস

দীর্ঘ কয়েক বছর ধরেই লক্ষ্মী পুজোতে নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর ক্ষেত্রে অনেকটাই রাস টেনেছে পুলিশ প্রশাসন। এবছরও লক্ষ্মী পুজোর আগে জেলার বিভিন্ন জায়গার পাশাপাশি তৎপর হাবড়া থানার পুলিশ প্রশাসনও।মঙ্গলবার দুপুর থেকেই বিভিন্ন বাজির দোকানে ঢুকে তল্লাশি চালিয়ে প্রায় 70 কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে। এদিনের উদ্ধার করা নিষিদ্ধ শব্দবাজি গুলো ফায়ার ব্রিগেডের সহযোগিতায় হাবড়া থানার পুলিশ হাবড়া পুরসভার ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে গিয়ে বাজি গুলো ডিসপোজ করে।পুজোর আগে নিষিদ্ধ শব্দ বাজি নিয়ে পুলিশের তৎপরতা দেখে খুশি সাধারণ মানুষ।