
নগদ টাকা সহ রাস্তা থেকে হাইজ্যাক যুবক, উদ্ধার মালবাজার থানার ক্রান্তিতে
নগদ টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার পথে মাঝ রাস্তা থেকে কিডন্যাপ হয় এক ব্যাক্তি। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে ফুলবাড়ি কামরাঙ্গাগুড়ি এলাকায়। পুলিশ সুত্রে জানাগেছে,রেডিয়েন্ট ক্যাস মেনেজম্যান্ট সার্ভিসে কর্মরত পরিতোষ রায় নিত্য দিনের মতো এদিনও বিভিন্ন কম্পানী থেকে টাকা কালেকশন করেন। ১১ লক্ষ ৫ হাজার টাকা সে নগদ নিয়ে ব্যাংকে যাওয়ার উদ্যশ্যে ফুলবাড়ি থেকে শিলিগুড়ি রওনা হয়।মাঝ পথে কামরাঙ্গাগুড়িতে তাকে বলপুর্বক হাউজ্যাক করে বেশ কিছু দুস্কৃতি। ঘটনার পরপরই সেই ব্যাক্তির পরিবারের পক্ষ থেকে শ্যালক তরুন রায় এন জে পি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত শুরু করে এন জে পি থানার পুলিশ। আর ২৪ ঘন্টার মধ্য মেলে সাফল্য। অপহৃত ব্যাক্তিকে বেহুস অবস্থায় মালবাজারের ক্রান্তি থেকে উদ্ধার করে পুলিস। রাজগঞ্জ থেকে গ্রেফতার করা হয় তিন দুস্কৃতি আশিস বিশ্বাস,শ্যামল রায় ও সঞ্জয় মোদককে। তবে টাকা উদ্ধার করা সম্ভব হয়নি এখন। এরপর পুলিশি জেরায় ঘটনার সব কথা স্বিকার করে ওই দুষ্কর্তির বলে সূত্রের খবর। তদন্তের স্বার্থে ধৃতদের ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তুলবে পুলিশ।
