তরল মাদক সহ গ্রেপ্তার ২
বারাসাত : প্রদীপ দাস
তরল মাদক সহ ২ জনকে গ্রেপ্তার করল বারাসাত থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে,বুধবার মধ্যমগ্রামের পাটুলি এলাকায় অভিযান চালায় বারাসাত থানার পুলিশ। অভিযানে মেলে সাফল্য। ৫ লিটার তরল মাদকসহ ২ জনকে গ্রেফতার করে বারাসাত থানার পুলিশ। ধৃতরা হল মনসুর আলী,বয়স ৩০ ও মজিদ আলী,বয়স ২৪। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এরপর আজ ধৃত দুজনকে বারাসাত আদালতে তোলে বারাসাত থানার পুলিশ।
