বারাসাতের একাধিক চুরির কিনারা করল বারাসাত থানার পুলিশ

বারাসাত : প্রদীপ দাস

বারাসাতের একাধিক চুরির ঘটনার কিনারা করল বারাসাত থানার পুলিশ। চুরি যাওয়া সামগ্রীসহ গ্রেপ্তার ৩। দূর্গা পূজার পর থেকেই বারাসাতের বেশ কয়েক জায়গায় চুরির ঘটনা ঘটছিল। চুরি যায় লক্ষাধিক টাকার জিনিসপত্র। এরপরই অভিযোগের ভিত্তিতে তৎপর হয়ে ওঠে বারাসাত থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বারাসাত সহ মধ্যমগ্রামের বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় বারাসাত থানার পুলিশ। শেষমেষ বুধবার বারাসাতের মধ্যমগ্রাম সংলগ্ন এলাকা থেকে ৩ জনকে গ্রেপ্তার করে বারাসাত থানার পুলিশ। ধৃতরা হলো শুভাশিস কর্মকার (বয়স ২৪) সে দেগঙ্গার বাসিন্দা, হাফিজুল আলী (বয়স ১৮) ও সঞ্জয় মন্ডল (বয়স ১৮) সে বারাসাতের বাসিন্দা। তাদের কাছ থেকে পুলিশ উদ্ধার করে চুরি যাওয়া সামগ্রী। অভিযুক্ত ৩ জনের বিরুদ্ধে আইপিসি ৩৮০ ধারায় মামলা রুজু করেছে বারাসাত থানার পুলিশ। আজ অভিযুক্তদের বারাসত আদালতে তোলে বারাসাত থানার পুলিশ। এবং তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় আদালতে। কারণ চুরির ঘটনায় আর কারা কারা জড়িত তার কিনারা করতে চাইছে বারাসাত থানার পুলিশ।