ডাকাতির আগেই গ্রেপ্তার পাঁচ ডাকাত
ঝাড়গ্রাম : সুমন পন্ডিত
ডাকাতির আগেই মালাবতী জঙ্গল থেকে পাঁচজন ডাকাতকে গ্রেফতার করল ঝাড়গ্ৰামের বিনপুর থানার পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে, ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার পুলিশ বিনপুর থানার মালাবতী জঙ্গল এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। আর সেই সময় জঙ্গলের মাঝে পাঁচজন ডাকাতকে একসাথে দেখতে পেয়ে গ্রেপ্তার করে তাদের। বিনপুর থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে,ওই পাঁচ জন ডাকাত ডাকাতির উদ্দেশ্যে বিনপুর জঙ্গলে জড়ো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে মালাবতীর জঙ্গলের চারিদিক দিয়ে ঘিরে তল্লাশি অভিযান চালিয়ে ওই পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা কোথায় ডাকাতির উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল তা জানার জন্য তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। কিছুদিন আগে মালাবতী জঙ্গলে ডাকাতির ঘটনা ঘটে। আর তারপর থেকেই পুলিশের পক্ষ থেকে মালাবতীর জঙ্গল এলাকায় নজর রাখছিল পুলিশ। আর তাতেই সাফল্য মিলেছে বলে বিনপুর থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়। ধৃত ওই পাঁচ ডাকাতকে শুক্রবার ঝাড়গ্রাম আদালতে তোলা হয়।
