বাঁকুড়ায় গ্রেফতার এক আন্তঃজেলা গাঁজা পাচারকারী

বাঁকুড়া:নবেন্দু হাটি

পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রাতের অন্ধকারে পাত্রসায়েরের বন দফতরের সামনে পাত্রসায়ের থানার ওসি বিদ্যুৎ কুমার পালের নেতৃত্বে ওৎ পাতে পাত্রসায়ের থানার পুলিশ। নাকা চেকিং এ কর্তব্যরত পুলিশকে সতর্ক-ও করা হয়। এরপর বাইকের পিছনে বস্তা নিয়ে বাঁকুড়া থেকে বর্ধমানের দিকে যাওয়া এক বাইক আরোহীকে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশের। বাইক আরোহীকে আটক করে জিজ্ঞাসাবাদ করায় বাইক আরোহী জানায় বস্তার মধ্যে ধান রয়েছে। এরপর পুলিশ তল্লাশি শুরু করতেই বিপুল পরিমাণ গাঁজা সহ হাতেনাতে ধরে ফেলে পাচারকারিকে। গাঁজা পাচারকারী শান্তনু ঘোষকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পাত্রসায়ের পুলিশ। এই পাচারের সাথে আর কেউ যুক্ত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।