
করোনা নিয়ে সচেতন করতে মাইকিং প্রচারে নিউটাউন থানার পুলিশ
নিউটাউন : শাকিল মোস্তাক
করোনার গ্রাফ উর্দ্ধমুখী আর সেই কারণেই মানুষকে সচেতন করতে বিভিন্ন জনবহুল এলাকায় মাইকিং প্রচারে নিউটাউন থানার পুলিশ। এর পাশাপাশি অসচেতন মানুষদের যারা মাস্ক না পড়ে বাইরে বেড়িয়েছেন তাদের মাস্ক দেওয়া হয় নিউটাউন থানার পুলিশের পক্ষ থেকে। নিউটাউনের এনকেডিএ মার্কেট, নিউটাউন বাসস্ট্যান্ড ও লোহাপুল এলাকায় মাইকিং ও মাস্ক বিলি করা হয় পুলিশের পক্ষ থেকে। এর পাশাপাশি নিউটাউন থানা এলাকার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে অটোতে করে মাইকিং প্রচার করেন পুলিশ প্রশাসন।এই দিন করোনা রুখতে সরকারের যে গাইডলাইন আছে তা মেনে চলার এবং মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করার অনুরোধ করা হয় নিউটাউন থানার পুলিশের পক্ষ থেকে।
