আগ্নেয়াস্ত্র সহ হাতেনাতে গ্রেপ্তার ২
গোপালনগর : শান্তনু বিশ্বাস
এবার অভিনব কায়দায় দুই যুবককে আগ্নেয়াস্ত্র সহ হাতেনাতে গ্রেপ্তার করল গোপালনগর থানার পুলিশ।
আগ্নেয়াস্ত্র কেনার নাম করে আরমান মন্ডল ও সাইবকতুল্লাহ মণ্ডল নামে দুই যুবককে ডেকে আনে পুলিশ। এরপর ওই দুই যুবক এলে তাদের অস্ত্রসহ গ্রেপ্তার করে গোপালনগর থানার পুলিশ। ওই দুই ধৃতকে গোপালনগর থানার বিভূতিভূষণ ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ৷ পুলিশ সূত্রে খবর,ধৃতদের বাড়ি আদিত্যপুর এলাকায়।
ধৃতদের কাছ থেকে তিনটি বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করে গোপালনগর থানার পুলিশ।