দেগঙ্গা : পঙ্কজ বিশ্বাস
করোনার তৃতীয় ঢেউ রুখতে এবার নকল মাস্ক তৈরীর কারখানায় হাজির হলো হাড়োয়া থানার পুলিশ। একটি নামী কোম্পানীর নাম করে মাস্ক তৈরীর অভিযোগে এক অসাধু ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হাড়োয়া থানার পুলিশ। উদ্ধার বেশকিছু নকল মাস্ক। পুলিশ সূত্রে খবর ধৃতের নাম
ইসমাইল তরফদার। এরপর ধৃতের হাড়োয়া ব্লকের পায়রাগাছা এলাকায় থাকা মাস্ক তৈরির কারখানাটি বন্ধ করে দেয় পুলিশ। আজ ধৃতকে বসিরহাট মহাকুমা আদালতে পাঠায় হাড়োয়া থানার পুলিশ।
