বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে বাজী উদ্ধার
বাঁকুড়া:নবেন্দু হাটি
বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে বাঁকুড়া জেলার প্রতিটি থানা এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা কালীপূজার আগে কয়েক হাজার টাকার বাজী উদ্ধার করে। ইন্দাস থানার ওসি আবদুস সামাদ আনসারী ও পাত্রসায়ের থানার ওসি বিদ্যুৎ কুমার পাল। সহকর্মীদের নিয়ে হানা দেয় বাজার এলাকায় বাজীর দোকানে। উদ্ধার করেছে বেশ কয়েক হাজার টাকার বাজী। সরকারি নির্দেশ অনুযায়ী শব্দ বাজী বন্ধ করা হয়েছে। সরকারি নির্দেশিকাকে মান্যতা দিতেই জেলা পুলিশের এই উদ্যোগ বলে সূত্রের খবর ।
