ঘূর্ণিঝড় ‘জওয়াদ’ আছড়ে পড়ার আগেই শক্তি হারাবে বলে জানিয়েছে
হাওয়া অফিস। ঘূর্ণিঝড় মোকাবিলায় সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে আলাদা করে সতর্কতা অবলম্বন করছে রাজ্য প্রশাস।দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে সমুদ্রতটে পর্যটকদের নামতে নিষেধাজ্ঞা জারি করেছে।স্পিডবোটের মাধ্যমে মাইকে প্রচার করে পুলিশ আধিকারিকরা পর্যটকদের উদ্দেশে সতর্কবার্তা দেওয়ার কাজ চালাচ্ছেন।ক্রমশঃ এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘জওয়াদ’। সকালের মধ্যেই উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছাকাছি পৌঁছে যেতে পারে ‘জওয়াদ’। তারপর আরও কিছুটা উত্তর ও উত্তর-পূর্ব দিকে বাঁক নিয়ে ওড়িশা উপকূল। কলকাতাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে নিষেধাজ্ঞা।
