
রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ ব্লকের বান্দিপুর ১ গ্রাম পঞ্চায়েতের ঝাঁকরাতে এক নাবালিকা মেয়ের বিয়ে বন্ধ করল চন্দ্রকোনা ২ ব্লক প্রশাসন ও চন্দ্রকোনা থানার পুলিশ।সম্প্রীতি জানা যায়, এদিন ঝাঁকরার বাসিন্দা নজরুল বায়েনের নাবালিকা মেয়ের বিয়ের আয়োজন হয় তার বাড়িতেই।পাত্রপক্ষ হাজির হওয়ার মধ্যেই হঠাৎ করে বাদ সাধল প্রশাসন।গোপন সূত্রে খবর পেয়ে চন্দ্রকোনা ২ ব্লক প্রশাসন ও চন্দ্রকোনা থানার পুলিশ হাজির হয় নজরুল বায়েনের বাড়িতে।নাবালিকার বাবা ও পরিবার প্রশাসনের নির্দেশ মেনে ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না বলেই জানিয়েছেন। এমনই মুচলেকাও নেওয়া হয় নাবালিকার বাবা নজরুল বায়েনের কাছ থেকে।
