পুরভোটের ঠিক এক সপ্তাহ আগে খাস কলকাতায় গ্রেফতার এক মোস্ট ওয়ান্টেড বাংলাদেশি।অনুপ্রবেশ কারীদের ভোটার কার্ড, আধার কার্ড-সহ প্রচুর নথি বাজেয়াপ্ত করল
পুলিশ।রবিবার দুপুরে আনন্দপুর থানার অন্তর্গত গুলশন কলোনির এই বহুতল থেকে ধরা হয় বাংলাদেশিদের। গুলসন কলোনির এই বহুতলের একতলায় থাকত বাংলাদেশিরা।উত্তরপ্রদেশ পুলিশের খাতায় মাফুজুর মোস্ট ওয়ান্টেড। এরপর তার মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে এদিন গুলশন কলোনির এই বহুতলে হানা দেয় পুলিশ।লালবাজারের গুন্ডাদমন শাখা ও আনন্দপুর থানার যৌথ অভিযানে ধরা পড়ে মাফুজুর।এই পুরো ঘটনাটি ক্ষতিয়ে দেখছে পুলিশ।
