নাগেরবাজার : রনক রায়
ব্যারাকপুর কমিশনারেটের উদ্যোগে এনং নাগেরবাজার ট্রাফিক গার্ডের সহযোগিতায় নাগেরবাজার মোড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসি ট্রাফিক প্রশান্ত চৌধুরী, এসিপি (বেলঘড়িয়া) প্রিয়ব্রত বক্সী, এসিপি দমদম ( সুবীর রায়), দমদম ট্রাফিক ইনস্পেক্টর সারদার শঙ্কর মুখার্জী, দমদম থানার আইসি অশোক বসু, উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার মুখ্য প্রশাসক ডক্টর পাঁচু রায়। এই সেফ লাইফ সেভ ড্রাইভ এর বর্ণাঢ্য শোভা যাত্রার সূচনা করেন ডিসি ট্রাফিক প্রশান্ত চৌধুরী ও দক্ষিণ দমদম পৌরসভার মুখ্য প্রশাসক ডক্টর পাঁচু রায় এই শোভাযাত্রা দমদম অঞ্চল পরিক্রম করে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করবে। সেফ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে পুলিশ আধিকারিকরা সাধারণ মানুষের সচেতনতা না তার উপর জোর দেন, এবং গাড়িচালক পথচলতি মানুষ বাইক চালক সমস্ত লোকজনকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান। গত পয়লা ডিসেম্বর সেফ ড্রাইভ সেভ লাইফ সূচনা হয় একমাস ব্যাপী এই কর্মসূচি চলবে আগামী পহেলা জানুয়ারি এই কর্মসূচি সমাপ্তি হবে।