বারাসাতঃ বিশ্ব মাদক বিরোধী দিবসে বারাসাত চাঁপাডালি ট্রাফিক গ্রাউন্ড এর পক্ষ থেকে এক পদযাত্রা আয়োজন করে রবিবার চাঁপাডালি থেকে। ওই পদযাত্রায় সকল ট্রাফিক পুলিশরা পা মেলায়। মাদকবিরোধী প্ল্যাকার্ড এবং ব্যানার নিয়ে এই যাত্রা বারাসাত চাঁপাডালি মোড় থেকে শুরু হয়।
এ বিষয়ে ট্রাফিকের আধিকারিক আশীষ চক্রবর্ত্তী জানান, আজ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস এবং পাচার বিরোধী দিবস। বারাসাত চাপাডালি মোড় ট্রাফিক গার্ড এর পক্ষ থেকে এই দিনটাকে বিশেষভাবে পালন করার চেষ্টা করেছি। নেশাগ্রস্ত মানুষদের কাছে বার্তা এই জগত তারা যেন সরে আসে এই জগতের কোনো ভবিষ্যত নেই। নিজেকে কে ধ্বংস করে দেওয়া হয়। তারা যদি প্রয়োজন মনে করেন নেশা মুক্তি কেন্দ্র সাহায্য নিতে পারে।