হাওড়া : পুলিশ এবং ট্যাক্সি চালকের যৌথ সহযোগীতায় উদ্ধার হল একটি ল্য়াপটপ ও বেশকিছু যাবতীয় তথ্য। ঝাড়খণ্ডের বাসিন্দা শিবম কুমার মিশ্র এবং গুয়াহাটির বাসিন্দা মুরুল ইসলাম উভয়েই হাওড়া থেকে পৃথক ট্যাক্সিতে ওঠে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। ট্যাক্সিতে যাত্রার সময় দুজনেই ভুল বশত তাদের কিছু সরঞ্জাম ছেড়ে যান ট্যাক্সিতে। ঘটনার অল্প সময়ের মধ্যে হাওড়া রেলওয়ে পুলিশ ও ট্রাফিক গার্ড অতি সক্রিয়ভাবে দুটি ট্যাক্সিটিকে চিহ্নিত করেন।পাশাপাশি ওই ট্যাক্সির দুজন যাত্রীকে তাদের সরঞ্জাম দ্রুত হস্তান্তর করেন।
রিয়া দাস, রিপোর্টার
