আসানসোল :পুলিশ সর্বদাই সজাগ এবং সচেতন । পশ্চিমবঙ্গ পুলিশ অপরাধের বিরুদ্ধে সর্বদাই রুখে দাঁড়াতে প্রস্তুত। পুলিশের তৎপরতায় বেআইনি ক্রিয়াকলাপের নানান দৃষ্টান্তমূলক ঘটনার সাক্ষী হয়ে এসেছেন জনসাধারণ। সেরকমই এক ঘটনার নজির । অবৈধ ফেনসিডিল সিরাপ পাচার বানচাল করল পশ্চিমবঙ্গ পুলিশ । সূত্র মারফত খবর পেয়ে পশ্চিমবঙ্গ পুলিশ দিল্লি রোড থেকে একটি ট্রাককে আটক করে। ওই ট্রাক থেকে উদ্ধার হয় প্রায় ১০,০০০ অবৈধ ফেন্সিডিল সিরাপ। ইতিমধ্যে ঘটনার সঙ্গে যুক্ত ৩জনকে আটক করেছে অন্ডাল থানার পুলিশ। এই মামলাটি বর্তমানে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের অধীনে নথিভুক্ত।
রিয়া দাস, রিপোর্টার
