-বিষ্ণুপুরের মৃত বৈদ্যনাথ মন্ডলের পুত্র তুষার কান্তি মন্ডল একটি লিখিত অভিযোগ দায়ের করেন , তার ছেলে পূর্ণেন্দু মন্ডল অনলাইন অনুসন্ধানের মাধ্যমে সল্টলেকের সেক্টর-v , অম্বুজা ইকোসেন্টারে অবস্থিত পিএস এভিয়েশন একাডেমির একটি বিজ্ঞাপন পেয়েছে। এরপর তার ছেলে উক্ত অফিসে যোগাযোগ করলে তারা দমদম বিমানবন্দরে তার চাকরির জন্য ১,৩৩,০০০ টাকা দিতে বলে। তিনি প্রথমে ২০,০০০ টাকা এবং এরপর বাকি টাকা উক্ত কোম্পানির পরিচালক প্রদীপ সাহাকে দেন। কিন্তু প্রদীপ সাহা তার ছেলের চাকরির ব্যবস্থা করতে পারেননি এবং টাকাও ফেরত দেননি। এই অভিযোগের ভিত্তিতে ইসি পিএস মামলা নং ২০৮/২২ ৪০৬/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/ ১২০বি আইপিসি ধারায় মামলা শুরু হয়েছে।এর পাশাপাশি তদন্ত চলাকালীন এফআইআরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।