২৪.০৭.২০২৫ তারিখে পূর্ব বর্ধমান জেলার পূর্ব বর্ধমানের জনৈক শেখ ইফতেকার আলম পুত্র শেখ খায়রুল আলম অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দাখিল করেন যে, ২৪.০৭.২৫ তারিখে সকাল ৬.০০ টা থেকে ৬.৩০ টা পর্যন্ত দুইজন অজ্ঞাত ব্যক্তি ইসি পিএসের আওতাধীন সেক্টর-v , সল্টলেকের মহিষবাথান, শুভঙ্কর পিজিতে অভিযোগকারীর ভাড়া বাড়িতে প্রবেশ করে এবং একটি স্যামসাং গ্যালাক্সি এম-৫৬  স্যামসাং গ্যালাক্সি ট্যাব , তার বন্ধুর মোবাইল , ল্যাপটপ চুরি করে নিয়ে যায়।

তদন্ত চলাকালীন, হাওড়ার উলবেড়িয়া থানা, বানিতলা শাপাড়ার বাসিন্দা জুলু হোসেন শাহ পুত্র জাকির শাহকে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে পিসির মাধ্যমে এলডি এসিজেএম বিধাননগরের সামনে পাঠানো হবে।
তদন্ত চলছে।