কলকাতা পুলিশ ইন্টার-ইউনিট ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল ও সমাপ্তি ম্যাচ আজ সফলভাবে অনুষ্ঠিত হল, ৩৪, পার্ক স্ট্রিটে অবস্থিত ইনডোর ব্যাডমিন্টন ট্রেনিং সেন্টারে। এই টুর্নামেন্টটি কলকাতা পুলিশের সাউথ ডিভিশনের উদ্যোগে আয়োজিত হয়।
এই প্রতিযোগিতায় কলকাতা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে মোট ২৪টি দল অংশগ্রহণ করে। কঠোর প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে সাউথ ডিভিশন, পুরুষদের ডাবলস বিভাগে বিজয়ী হয়।
এই টুর্নামেন্টটি কলকাতা পুলিশ ও বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে পরিচালিত হয়। আজকের ফাইনাল ম্যাচে উপস্হিত ছিলেন  পুলিশ কমিশনার শ্রী মনোজ কুমার বর্মা, আইপিএস , এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের একাধিক সিনিয়র অফিসার।
কলকাতা পুলিশ ইনডোর ব্যাডমিন্টন ট্রেনিং সেন্টার একটি উচ্চমানের ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে পুলিশ কর্মী, তাঁদের সন্তান এবং সাধারণ জনগণের সন্তানদেরও প্রশিক্ষণ দেওয়া হয়।