সৌরভ নস্কর,দক্ষিণ 24 পরগনা : রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় আজ ইংরেজি ১৮.৬.২১ তারিখ শুক্রবার সকাল ৯ টায় সুন্দরবন পুলিশ জেলার উদ্যোগে করোনা মহামারি প্রতিরোধে কাকদ্বীপ চৌরাস্তা মোড়ে একটি সচেতনতা কর্মসূচি ও মাস্ক, সাবান, স্যানিটাইজার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার মাননীয় শ্রী ভাস্কর মুখার্জি, আই পি এস, অতিরিক্ত পুলিশ সুপার সদর শ্রী রাকেশ সিং, কাকদ্বীপ মহকুমা পুলিশ আধিকারিক শ্রী অনিল কুমার রায়, কাকদ্বীপ থানার আই সি শিবু ঘোষ ,অন্যান্য উর্ধতন পুলিশ আধিকারিকগন, কাকদ্বীপ ব্যাবসায়ী সমিতির সম্পাদক ও অন্যান্য পদাধিকারী। পুলিশ সুপার ও অন্যান্য আধিকারিকগন সকল শ্রেণীর মানুষকে মাস্ক ব্যবহার সহ কোভিড প্রটোকল কঠোর ভাবে মেনে চলার জন্য অনুরোধ জানান। ৫০০ জন দুস্থ মানুষকে মাস্ক, সাবান ও স্যানিটাইজার বিতরণ করা হয়। স্থানীয় মানুষ ও কাকদ্বীপ ব্যবসায়ী সমিতি পুলিশের এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন
করোনা সচেতনতা সুন্দরবনে
ByPolice News Press
Jun 19, 2021 bengali news, bengali news paper, cm, kolkata, kolkatapolice, mamatabannerjee, policenews, policenewspress, westbengal
