সোমনাথ রায়,পুরুলিয়া : পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে ও টামনা থানার পরিচালনায় শুক্রবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো টামনা থানার কোম্পাউন্ডে। জানা যায় এদিন রক্তদান করতে টামনা থানার পুলিশ ও সিভিক ভোলান্টিয়ার্সরা অংশগ্রহণ করেন। ৪২ জন এদিন রক্তদান করেন। যারা এদিন রক্তদান করেন তাঁদেরকে থানার পক্ষ থেকে একটি করে গোলাপ ফুল উপহার দেওয়া হয়। সমাজের সাধারণ মানুষের জন্য ও গ্রীষ্মকালীন রক্তসংকট মেটাতে পুলিশের এরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন টামনা এলাকাবাসি। রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন পুরুলিয়ার এডিশনাল এসপি পিনাকী দত্ত, পুরুলিয়া সদর থানার সিআই, টামনা থানার ওসি বাপন মন্ডল, পুরুলিয়া ১নং ব্লকের বিডিও সহ বিশিষ্টজনেরা।
