রাজীব,মালদা :  আসিফ ও আরিফকে নিয়ে আগামিকাল ঘটনার পুনর্নিমাণ করবে তদন্তকারী পুলিশ অফিসারেরা।
ইতিমধ্যেই সিআইডির একটি দল একদফা জেরা করেছে আসিফ ও আরিফকে।
আজও উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারী পুলিশ অফিসারেরা জানান আসিফ তাঁর পরিবারের সকল সদস্যদের পরিচালনা করত। তার কথার খেলাফ হলেই মানসিক ও শারিরীক অত্যাচার করত দিনের পর দিন। আসিফের মহম্মদের দাদা আরিফ মহম্মদ চিকিৎসক হতে চেয়েছিলেন কিন্তু আসিফ মহম্মদের আপত্তির জন্য তা আর হয় নি। আজ আসিফের দাদা আরিফ মহম্মদকে ম্যাজিস্টেটের সামনে ১৬৪ধারায় জবানবন্দি করার সম্ভবনা রয়েছে।